মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাবার সময় টমটম চালকদের হাতে আটক এক কুখ্যাত চোর। ঘটনা শনিবার সকালে খোয়াই এর পূর্বগণকি এলাকায়। ধৃত চোরের নাম সুশান্ত তাঁতি। পিতা নিকুঞ্জ তাঁতি। বাড়ি চাম্পাহাওর থানাধীন রিতা ছড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় শনিবার সকালে খোয়াই শহরের সুভাষ পার্ক এলাকা থেকে ধৃত চুর সুশান্ত তাঁতি একটি টমটম ভাড়া নেয় পূর্বগনকি যাবে বলে। যথারীতি সে টমটম নিয়ে পূর্বগনকি যায়। সেখানে যাওয়ার পর উক্ত চোর টমটম চালকের নিকট তার ফোনটি চায় পরিবারের নিকট ফোন করবে বলে। ফোনটি দেওয়ার পর টমটম থেকে নেমে ধৃত চুর কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলতে শুরু করে এবং হঠাৎই কোন কিছু বুঝে ওঠার আগেই ফোন নিয়ে দৌড়াতে শুরু করে। এই দৃশ্য দেখে টমটম চালক চিৎকার জুড়ে দেয় এবং চোরের পিছু ধাওয়া করে। টমটম চালকের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসে এবং সুশান্তকে হাতেনাতে ধরে ফেলে। তাকে পাকড়াও করে বেশ উত্তম মাধ্যম দেয় উত্তেজিত এলাকাবাসী।পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে শুধু মোবাইল চুরির সাথেই জড়িত নয়, বাইসাইকেল এবং বাইক চোরীর কান্ডেও সে জড়িত। তাদের একটি বড় চক্রও রয়েছে। তারা শুধু খোয়াই মহাকুমাতেই নয় সমগ্র রাজ্যে জুড়েই তাদের এই চক্র সক্রিয়। এইদিকে ধৃত চোরকে পরবর্তী সময় খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।