শুক্রবার সকালে মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকা থেকে শ্রমিক ইমরান হোসেনকে (৩১) সংজ্ঞাহীন অবস্থায় বিশালগড় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। কিন্তু চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে তার মৃত্যু এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। কারণ চিকিৎসক বলেছেন ওই যুবক স-মিলে কাজ করতে গিয়ে পড়ে যান। আর পরিবারের এক সদস্য দাবি করেন কাজ থেকে বাড়ি ফেরার পর ইমরান অসুস্থ হয়েছেন। ঘটনার পেছনে গভীর রহস্য আছে বলে সবার ধারণা।