রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক পদকজয়ী কুস্তিগীর। শীর্ষ আদালতের নির্দেশেই শুক্রবার দিল্লি পুলিশ ব্রীজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। জানা গিয়েছে ব্রীজভূষণের বিরুদ্ধে একটি নয়, মোট দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি এফআইআরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। কুস্তিগীরদের সর্ব ভারতীয় সভাপতি তথা সাংসদ ব্রিজ ভূষণ সিং কর্তৃক মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে চলছে প্রতিবাদী মহিলা কুস্তিগীরদের আন্দোলন। আর এই আন্দোলনের সমর্থনে শুক্রবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীস্হিত সিটি সেন্টারের সামনে সংহতি দিবস পালন করে AIMSS AIDYO AIDSO ত্রিপুরা শাখা।এদিন সিটি সেন্টারের সামনে AIMSS AIDYO AIDSO’র সদস্য-সদস্যারা বিক্ষোভ করে এবং রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি