খোয়াইতে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেল স্ত্রী!তিন বছরের সন্তান নিয়ে!! অসহায় স্বামী দারস্ত হল সাংবাদিকদের।
ঘটনার বিবরণে প্রকাশ, রথ যাত্রার দিন বাপের বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে পর পুরুষের সাথে পালিয়ে যায় স্ত্রী রেশমি দাস। সাথে তিন বছরে সাত মাসের শিশু কন্যাকেও নিয়ে যায়। পাশাপাশি নিয়ে যায় এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো স্বর্ণালংকার এবং নগদ পয়তাল্লিশ হাজার টাকা। কল্যানপুর থানায় বিষয়টি নিয়ে নিখোঁজ ডাইরি করা হয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে রেশমি দাসের মায়ের হাতে তুলে দেয়। কিন্তু পরবর্তীতে নাকি আবারও সে পালিয়ে যায়। গোটা বিষয়টি বিকেল চারটা নাগাদ তবলা বাড়ি নিজ বাড়িতে সাংবাদিকদের জানায় অসহায় স্বামী প্রশান্ত দাস।