রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রমোহন এলাকার এলাকাবাসী দুই নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়
ঘটনার বিবরণে জানা যায়
এই দুই নেশাকারবারি বাবা ও ছেলে বাবার নাম গুরুপদ দেবনাথ এবং ছেলের নাম দীপ দেবনাথ যদিও দীপের এই ঘটনায় কোনো হাত ছিলো না পাড়ার লোক জানায় তবুও পুলিশ দীপকে আটক করে নিয়ে যায় এলাকাবাসী সূত্রে খবর এই ব্যাক্তি অনেক দিন ধরেই এলাকায় নেশাসামগ্রী বিক্রি করে এলাকার যুবসমাজকে ধংসের পথে নিয়ে যাচ্ছে
এলাকাবাসী এখন এই ব্যাক্তির কঠোর শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে