আগাম ঘোষনা অনুসারে রবিবার ৭ রামনগর মন্ডলের উদ্যোগে বিধায়ক সুরজিত দত্তের বাসভবনে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিত দত্ত সহ ৭ রামনগর মন্ডলের কর্মকর্তারা l শিবিরে এক সাক্ষাৎকারে বিধায়ক বলেন, খুবই লিমিটেড রক্ত দিয়েছি l কারন রক্ত নেওয়ার ব্যবস্থা নেই l কয়েক হাজার রক্তের ব্যবস্থা করে ছিলাম l রক্ত রাখার ব্যবস্থা নেই l কারন একটি মাত্র ব্লাড ব্যাঙ্ক এসেছে l জিবি ব্লাড ব্যাঙ্ক l আর কোন ব্যাংক আসেনি বলে তিনি জানান l এদিন রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে রক্তদাতাদের মধ্যে l