যান দুর্ঘটনা যেন কোনভাবেই কমতে নেই বিশালগড় এলাকায়। অন্যদিকে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা রাস্তায় লোক দেখানো অভিযানে নামেন রাস্তায় যার ফলে দুর্ঘটনা হার বৃদ্ধি পাচ্ছে বিশালগড়ে। বৃহস্পতিবার সকালে বিশালগড় রাউৎখলা বাইপাস সংলগ্ন সড়কে TR01M8583 নাম্বারের বাইকের সঙ্গে TR08TEM8974 নাম্বারের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে আহত হয় দেবাশীষ মজুমদার। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহাকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার করার পর আগরতলা জিবি হসপিটালে রেফার করা হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগছে বাইক চালক। এখন দেখার বিষয় বিশালগড় অত্র এলাকায় দুর্ঘটনা হার কমাতে জেলা পুলিশ সুপার কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে বিশালগড় বাঁশি।