রাজধানীর ধলেশ্বরস্থিত হরে কৃষ্ণ মন্দিরের শুভ সূচনা হয় বৃহস্পতিবার | এদিন মন্দিরের সূচনা অনুষ্ঠানে গৃহস্থ সাধু ভক্তদের সমাবেশ ছিল লক্ষণীয় | সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরে কৃষ্ণ মন্দিরের সাধু পরমেশ্বর দাস বলেন, সারা রাজ্যের প্রায় ৩০০ এর উপর ভক্ত হরে কৃষ্ণ মন্দিরের সঙ্গে যুক্ত | হরেকৃষ্ণ মন্দিরের ভক্তদের দাবি তারা ইসকন মন্দিরের সাথেও যুক্ত রয়েছেন | তার পরেও কিছু সংখ্যক ভক্তের সম্মিলিত প্রয়াসে আলাদা করে তৈরি করা হয়েছে হরে কৃষ্ণ মন্দির |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শীঘ্রই হবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
Next post রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সহিংস উত্তেজনার মধ্যে চরম পরিস্থিতিতে মণিপুরের রাজ্যপাল শুট অ্যাট সাইট নির্দেশ জারি করেছেন৷
%d bloggers like this: