রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত শাসকদলের দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নূতন বাজার থানা ঘেরাও করল যতনবাড়ী শান্তি কলোনি এলাকার প্রমিলা বাহিনী। আন্দোলনকারীদের অভিযোগ গত বৃহস্পতিবার ভোটদানের দিন রাতে শাসকদলের দুষ্কৃতিকারীরা এলাকার বেশ কয়েকটি বাড়ীতে আক্রমন চালায়। আক্রমনে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নূতন বাজার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হলেও পুলিশ দুষ্কৃতিকারীদের আটক করছে না। এদিকে পুলিশ সিপিআইএম কর্মী লিটন শীলকে শনিবার আটক করে থানায় নিয়ে আসে। থানা ঘেরাওকারীদের অভিযোগ লিটন শীলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাই লিটন শীলকে অবিলম্বে বিনাশর্তে মুক্তি দেবার দাবি জানানো হয়