উষা বাজার নারায়ণপুর এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষ।।তাতে বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছে বলে জানা গেছে।।তার মধ্যে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪জন।। দু জন আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন।।খবর পেয়ে স্থানীয় বিধায়ক দিলীপ কুমার দাস জিবি হাসপাতালে গেলেন এবং
আরো কয়েকজন আহত হয়েছে বলে জানান বিধায়ক।।