দৈত্যের গতিতে আছড়ে পড়ল সুপার সাইক্লোন মোকা। কক্সবাজার এবং সিতওয়ে উপকূলে ২০০ কিমি বেগে বইছে ঝড়। সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির দাপট। সাময়িকভাবে জলের নীচে চলে গিয়েছে বাংলাদেশের অন্যতম পর্যটনস্থল সেন্টমার্টিন দ্বীপ।ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের সামনের দিক প্রবেশ করেছে স্থলভাগে। তার জেরে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় জায়গায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এরপরে চোখ প্রবেশ করলে আরও তাণ্ডব বাড়বে কিনা, তা নিয়ে আতঙ্কে বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ অঞ্চলের বাসিন্দারা।রবিবার স্থানীয় সময় দুপুর ১২টার আগেই ২০০ কিমি বেগে বাংলাদেশের কক্সবাজার এবং সিতওয়ে বন্দর সংলগ্ন উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোকা। এদিকে ত্রিপুরার চার জেলায় সর্তকতা জারি করা হল দেখা নেই মোকার | তবে আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে রাত্রের দিকে বা সোমবার সকালে এই রাজ্যেও আছড়ে পড়তে পারে | প্রতিটি জেলা প্রশাসন, মহকুমা প্রশাসনে এমডিআরএফ, সিভিল ডিফেন্স ও আপাদ মিত্র তিনটি টিম প্রস্তুত রয়েছে | সদর মহকুমা প্রশাসনে ২৪ জন করে তিনটি শিফটে ভলান্টিয়ারদের রাখা হয়েছে | মোকার প্রভাবে কোন দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হবে আপাদ` মিত্ররা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যু
Next post ট্রেন চালাবেন রাজ্যের মেয়ে দেবলীনা !
%d bloggers like this: