শনিবার রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে রাজধানীর গীতাঞ্জলি গেস্ট হাউসে ৩৫ তম বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রাজ্যের পর্যটনকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে। বৈঠক শেষে এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের পর্যটনকে আরো কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনার করা হয়েছে। রাজ্যের পর্যটন উন্নত হলেই আর্থিক দিক দিয়ে রাজ্যও উন্নত হবে। তাই রাজ্যের পর্যটনকে আরও উন্নত করা জরুরি বলে তিনি জানান।