গত দুসরা মার্চ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় l এরপর থেকে গোটা রাজ্যে সন্ত্রাস অব্যাহত রয়েছে । তাই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আচমকা সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করল বামফ্রন্টের এক প্রতিনিধি দল l এদিন প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বামফ্রন্টের নেতৃত্ব নারায়ন কর , প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর ও প্রাক্তন বিধায়ক সুধন দাস।এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের অশান্তিকর পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করে প্রতিনিধি দলটি । মুখ্যমন্ত্রী রাজ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সব ধরণের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অবাক করার মত ঘটনা l<br>একটি পুরুষ বিড়াল জন্ম দিল একটি মহিলা বাচ্চা বিড়ালকে
Next post পরীক্ষা দিতে দেইনি স্কুল কর্তৃপক্ষ তা নিয়ে ই শুরু হল ঝামেলা
%d bloggers like this: