রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচার প্রায় শেষ পর্যায়ে। ভোটের ৪৮ ঘন্টা আগে শেষ হবে সমস্ত ধরনের সরব প্রচার। তাই মাঝের কিছু সময়ে প্রচারে ঝড় তুলতে এখন ব্যস্ত সবকটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী সহ তাদের নেতা কর্মী সমর্থকরা। বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি এখন চলছে মিছিল জনসভার কাজ। ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত যেন একই চিত্র। সাত সকালেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়ছেন মনোনীত প্রার্থীরা। এক্ষেত্রে পিছিয়ে নেই যেন ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি সময় পেলেই তিনি কর্মীদের সাথে নিয়ে বেরিয়ে পড়ছেন নিজের বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে। সোমবার ফের এমনটাই দেখা গেল এই বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্যালেস কম্পাউন্ড এলাকায়। কর্মীদের সাথে নিয়ে এদিনও প্রচারের অন্তিম পর্যায়ে ঝড় তোলার চেষ্টা করলেন তিনি। ভোটারদের কাছে ছুটে গিয়ে উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড তুলে দিয়ে, রাজ্যে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহবান রাখেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে বিভিন্ন বুথে ভিত্তিক প্রচার এখন তুঙ্গে।
Next post রাতের অন্ধকারে বিশালগড় হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলা।
%d bloggers like this: