দুষ্কৃতিকারীদের হামলার হাত থেকে রক্ষা পায়নি বিশালগড় হাসপাতালও । রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা পোস্টমেটাম করার যন্ত্রাংশ ভেঙ্গে চুরমার করে দেয় l সোমবার সকালে বিশালগড় মহকুমার অস্থায়ী ডুম উনার নজরে আসে ঘটনা টি l পরবর্তী সময় তিনি হাসপাতালের কর্তব্যরত ইনচার্জকে বিষয় টি জানায়। এবিষয়ে ইনচার্জ বলেন , মর্গের সামনে রাজনৈতিক দলের ফেস্টুন ছিড়ে ফেলা হয়। কারা এই ধরনের ঘটনা সঙ্গে কারা জড়িত পুরোপুরি উনি কিছু বলতে পারেনি। এদিকে হাসপাতালে আশপাশের লোকজন সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনার সঙ্গে শাসকদলের কিছু দুষ্কৃতিকারী যুক্ত থাকতে পারে l তারা এই ধরনের ঘটনা করে সিপিএমের ফ্ল্যাগ সেই মর্গের সামনে ফেলে দিয়ে যাই। অপরদিকে বিভিন্ন জায়গায় বিজেপির দুষ্কৃতিকারীরা অসামাজিক কাজকর্ম করে রাতের অন্ধকারে সিপিআইএম সহ বিরোধী রাজনৈতিক দলের ফ্ল্যাগ সেখানে ফেলে দিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে l