রাতের আঁধারে দুই কৃষকের ফল এবং সবজি ক্ষেত নষ্ট করে দুস্কৃতিকারীরা। ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তগত পিএা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংবাদে জানা যায় এলাকার দুই কৃষক সন্তোষ দাস এবং ভবতোষ দাসের জমিতে দুষ্কৃতীরা গতরাতে চালায় তাদের এই তান্ডব লীলা। আরএ বিষয়টি শুক্রবার সকালে সামনে আসতেই দুই কৃষকের মাথায় হাত। খবর পেয়ে ছুটে যান বাগমার মন্ডলের আইটি সেল ইন-চার্জ কার্তিক দেবনাথ সহ পিএা গ্রাম পঞ্চায়েত প্রধান। পরবর্তী সময়ে এবিষয়ে পীত্রা ফাঁড়ী থানাতে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দুই কৃষক। জানা যায় দুষ্কৃতীর তাণ্ডবে দুই কৃষকের আনুমানিক এক লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।