রাতের আঁধারে রাজধানীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা lসোমবার রাতে রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় রাম ঠাকুর হোটেল নামে একটি পরিত্যক্ত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনা টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয় l খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা lযদিও পরিত্যক্ত হোটেল হওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি। স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন এই বন্ধ হোটেলে প্রতিনিয়ত এলাকার কিছু সমাজদ্রোহী নেশার আসর জমান l এই বিষয় নিয়ে বহুবার পুলিশের কাছে অভিযোগ করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু কোন পদক্ষেপ নেই পুলিশের l অগ্নিকাণ্ডের কারন জানা যায় নি l