ছৈলেংটা থেকে মনু যাওয়ার রাস্তায় অবরোধ, গ্যাস সরবরাহে চরম ভোগান্তি
ধলাই জেলার ছৈলেংটা এলাকায় রান্নার গ্যাস না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয় মহিলারা সহ সাধারণ গ্রাহকরা।
আজ সকালে ছৈলেংটা থেকে মনু যাতায়াতের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
🔺 বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বুকিং করেও সপ্তাহের পর সপ্তাহ গ্যাস আসছে না।
এর ফলে প্রতিদিনের রান্নাবান্নায় চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে গৃহবধূদের।
এক মহিলার বক্তব্য: “ঘরে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ—রান্না না হলে আমরা খাব কী? বুকিং দিই, অথচ সিলিন্ডার আসে না!”
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের প্রতিনিধি দল।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— স্থায়ী সমাধান না হলে আন্দোলন চলবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে ডিলারশিপ ও পরিবহণ সমস্যার অজুহাত দেখানো হচ্ছে।
তবে ক্ষুব্ধ গ্রাহকদের প্রশ্ন— সেটার দায় সাধারণ মানুষ কেন নেবে?
কয়েক ঘণ্টার অবরোধে ব্যাহত হয় যান চলাচল। প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।