আড়াই ঘন্টা ধরে পথ অবরোধে কুমারঘাট দারচই রোডে। দেখা নেই প্রশাসনের কর্মকর্তাদের। বছরে কম করেও ২ বার অবোরধে নামেন কুমারঘাট শহর লাঘুয়া দারচই রোড এলাকার জনগণ , কখনবা জলের দাবিতে কখনোবা রাস্তা মেরামতের দাবিতে। বারংবার এই রাস্তার সমস্যায় একাধিক অবরোধ ,মহকুমা শাসক এর নিকট ডেপুটেশন প্রদান করা হলেও প্রশাসন কিংবা স্থানীয় বোরো মাথার নেতৃত্বদের কোনো পদক্ষেপ নেই জনগণের সমস্যা নিরসনে। সকাল প্রায় ৯ টা থেকে পথ অবরোধ শুরু হলেও দেখা নেই কর্মকর্তাদের , রাস্তায় আটকে পড়েছে FCI গোডাউনে যাওয়ার বড়ো লরি সহ অন্যান্য যান বাহন। আজ আর কারোর মুখের কথায় নয় লিখিত আশ্বাস না পেলে এই পথ অবরোধ প্রত্যা হারা করা হবে না বলে জানান এলাকাবাসী।