সম্প্রতি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরই সাংসদ পদ হারিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই রায়ের উপরে স্থগিতাদেশ জারি করার জন্য বিভিন্ন আদালতে ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী। এবার রাহুল গান্ধীর পর সাংসদ পদ খোয়াতে চলেছেন আরও এক সাংসদ। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারিও এবার খোয়াবেন তাঁর সাংসদ পদ। শনিবারই উত্তর প্রদেশের একটি আদালত অপহরণ ও খুনের মামলায় মুখতার আনসারিকে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের সাজা দেয়। তাঁর ভাই তথা বহুজন সমাজ পার্টির সাংসদ আফজ়ল আনসারিকেও একই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ৪ বছরের সাজা দেওয়া হয়েছে।উত্তরপ্রদেশের গাজিপুরের সাংসদ আফজল আনসারি। তাঁর দাদা মুখতার আনসারি উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার। ২০১৯ সালে বিএসপির টিকিটে গাজিপুর থেকে সাংসদ নির্বাচিত হন আফজল। মুখতার এবং আফজল দুই ভাইয়ের বিরুদ্ধে ২০০৫ সালে এক বিজেপি নেতাকে খুনের অভিযোগ ছিল। সেই মামলায় সদ্যই মুখতারের ৭ বছর এবং আফজলের ৪ বছরের কারাদণ্ড হয়েছে। মুখতারকে ৫ লক্ষ টাকা এবং আফজলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।