বর্তমানে খবরের শিরোনামে রাহুল গান্ধী। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন রাহুল গান্ধী।২০১৯ সালে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সুরাট আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে এবং দুই বছরের জন্য কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। আর আদালতের রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই খারিজ করা হয়েছে রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পদ। শুক্রবারই সংসদের সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে রাহুলের বিপদের শেষ এখানেই নয়। সাংসদ পদ খোয়ানোর পাশাপাশি নির্বাচনে লড়ার অধিকারও হারিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, আদালতের তরফে সাজা ঘোষণার পর আট বছর নির্বাচনে লড়তে পারবেন না রাহুল গান্ধী। যদি সুপ্রিম কোর্ট বা উচ্চতর অন্য কোনও আদালত সুরাট আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ ঘোষণা করে, তবেই একমাত্র নির্বাচনে লড়ার সুযোগ পেতে পারেন রাহুল গান্ধী।২০২৪ সালেই রয়েছে লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে লড়ার কথা ছিল রাহুল গান্ধীর। কোন আসন থেকে তিনি লড়তে পারেন, তা নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু যাবতীয় পরিকল্পনা ভেস্তে গিয়েছে শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর। নির্বাচনী আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাংসদ পদ খোয়ানোর কারণে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারবেন না রাহুল। শুধু তাই নয়, আগামী আট বছরের জন্য তিনি কোনও বিধানসভা নির্বাচনেও লড়তে পারবেন না।