রিল বানাতে গিয়ে সুইমিং পুলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক ছাত্রের। ঘটনা ধর্মনগর বিবিআই স্কুলের সুইমিং পুলে ।তীব্র গরমের দাবদাহে ঠান্ডা জলে স্নানের মজা নিতে বন্ধুদের সাথে স্কুলের সুইমিং পুলে গিয়েছিল রোহন মালাকার । বিভিন্ন কায়দায় জলে ঝাঁপ দিয়ে বন্ধুদের সাথে ভিডিও তৈরি করছিল রোহন। কিন্তু কিছু সময় পরই জলে ঝাঁপ দিয়ে আর উঠেনি রোহন। এরপর বন্ধুরা তাকে জল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।