রেগার কাজ করার দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ মাস অতিক্রম হলেও শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি পায়নি। বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করার পর আজ সংঘবদ্ধ ভাবে তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে আজ মজুরির দাবিতে ধরনা সংঘটিত করে রেগা শ্রমিকরা।
এই খবর সম্পর্কে অবগত হওয়ার পর তেলিয়ামুড়া আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্জী হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতে ছুটে গিয়ে রেগা শ্রমিকদের সাথে কথা বলেন।
সবকিছু সম্পর্কে অবগত হওয়ার পর সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে ব্লকের বিডিও দাবি করেছেন টেকনিক্যাল কিছু সমস্যার কারণে মজুরি প্রদান করা যায়নি, তবে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততার সাথে মজুরি প্রদান করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটাই দাবি তেলিয়ামুড়া ব্লকের বিডিওর। এদিকে মজুরি বঞ্চিত শ্রমিকদের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন তারা মজুরি না পাওয়ার ফলে বিশেষ সমস্যা হচ্ছে, প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে দ্রুততার সাথে মজুরি প্রদানে উদ্যোগ গ্রহণ করে সেই দাবি উঠল আজকের এই ধর্না কর্মসূচি থেকে।
এদিকে ধরনা চলাকালীন সময়ে একটা অংশ দাবি করছে, প্রতিশ্রুতি দেওয়া হলেও মজুরি প্রদান করা হবে না ,এমনটা নাকি তাদেরকে কোন একটা অংশ অবগত করেছে, অর্থাৎ বিষয়টা পরিষ্কার সাধারণ রেগা শ্রমিকরা মজুরির জন্য ধরনা সংঘটিত করলেও এর পেছনে কাজ করছে কোন একটা প্রতিক্রিয়াশীল চক্র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শান্তিকামী সংঘের নতুন কমিটি ঘটিত! সম্পাদক হলেন দুলাল সাহা
Next post তেলিয়ামুড়ায় পরিকাঠামোগত উন্নয়নের কাজ পরিদর্শনে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল
%d bloggers like this: