ভগবানকে মানুষ নিজ চোখে দেখে না, তাই চিকিৎসককে সর্বদা ভগবানের জায়গায় রাখে মানুষ। কিন্তু সেই ভগবান রূপী একাংশ চিকিতসক রোগীকে চিকিৎসা না করে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। চিকিৎসা পরিষেবা দেওয়া তো দূরের কথা রোগীকে হাত দিয়ে ধরার প্রয়োজনীয়তা বোধ পর্যন্ত করেন না একাংশ চিকিৎসক। এমনই একটি ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে।এদিন রাতে হাসপাতালের ড্রেনের পাশে পড়ে কাতরাতে থাকে এক রোগী। আর এই অমানবিকতা ঘটনাটি দেখতে পেয়ে হাসপাতালে ছুটে যান পথচারী এবং এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড় হরিশ নগর চা বাগান এলাকার বাসিন্দা রঞ্জন কর্মকার তার পায়ের সমস্যার চিকিৎসা করাতে আসেন। কিন্তু হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কর্মকারের পায়ের অবস্থা দেখতে পেয়ে তাকে অবহেলা করে চিকিৎসা না করিয়ে হাসপাতালে পাশে ড্রেনে ফেলে দেন। দীর্ঘক্ষণ হাসপাতালের ড্রেনের পাশে পড়ে থাকা রোগীকে দেখতে পেয়ে এবং তার চিৎকার শুনতে পেয়ে পথ চলতি লোকজন ছুটে যায় ঘটনাস্হলে।হাসপাতালে এসে এই করুন অবস্থা দেখতে পেয়ে চিকিৎসকদের উপর যখন চাপ সৃষ্টি করেন তখন তারা ছুটে এসে ওই রোগীকে ড্রেনের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে এম্বুলেন্সে করে জিবি হাসপাতালে রেফার করে দেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার সকালে এলাকার বিধায়ক সুশান্ত দেব, পৌর পিতা অঞ্জন পুরকায়স্থ ও মহকুমা শাসক বিনয় ভূষণ দাস হাসপাতালের চিকিৎসা পরিষেবা, রোগীদের খাদ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে এক রৌদ্রদ্বার বৈঠক করেন এবং এ বৈঠকে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাসকে স্পষ্ট জানিয়ে দেন বিশালগড় মহকুমা হাসপাতালে যেন রোগী কিংবা তাদের আত্মীয় পরিজনদের পরিষেবায় কোন ঘাটতি না থাকে। কিন্তু একদিন না যেতেই বিশালগড় মহকুমা হাসপাতালে ঘটে এই অমানবিকতা ঘটনা। এই ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের ভুমিকায় ছিঃ ছিঃ রব উঠতে শুরু করেছে। এখন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিককে অতি দ্রুত বরখাস্ত করার দাবি জানিয়েছেন মহকুমাবাসি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে নয়জনের মৃত্যু তে স্বারকলিপি দিল সি.পি.আই.এম জেলা কমিটি।
Next post মণিপুর রাজ্য ইস্যুতে এবার সিবিআইয়ের দ্বারস্থ হল কেন্দ্র।
%d bloggers like this: