সময়ের আগেই ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে পরাজিত আসনগুলিকে প্রথম দফায় প্রচার করতে চায় বিজেপি নেতৃত্ব। এই আসনগুলির প্রত্যেকটিতে ৪৫টি করে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রের বিজেপি নেতারা। তবে সেগুলি রাজনৈতিক জনসভা নয়। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হবে এই আসনগুলিতে। হেরে যাওয়া ১৬০টি আসনকে বিভিন্নভাবে ভাগে করে প্রচারের কৌশল নিয়েছে গেরুয়া শিবির।দলীয় সূত্রের খবর, প্রতিটি ভাগে থাকবে ৪টি করে আসন। প্রতিটি ভাগে নরেন্দ্র মোদি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের দিয়ে ৪৫ থেকে ৫৫টি করে সভা করার চিন্তা ভাবনা করছে দলীয় নেতৃত্ব। মুলত 2024 সালে লোকসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরতে মরিয়া মোদী সরকার l সেই লক্ষেই কাজ শুরু করে দিয়েছে দল l