শনিবার প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের চতুর্থ প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষ্যে এই বিশেষ দিনে চারপাড়াস্হিত প্রয়াত বিধায়কের নিজ বাসভবনে এক রক্তদান শিবিরর আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এছাড়াও উপস্হিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার , বিধায়ক সুরজিৎ দত্ত , বিদায়িকা অন্তরা দেব সরকার, বিধায়িকা তথা দিলিপ সরকারের বোন মিনা রানি সরকার ও বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা । অনুষ্ঠানের পর রক্তদান শিবিরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মহৎ দান । আর এমন একটা দিনে রক্তদান এর কোন তুলনা হয় না।তা অতুলনীয়। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।