আগরতলা শহরকে নতুন ভাবে সাজিয়ে তুলতে প্রতিজ্ঞা বদ্ধ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার পুর নিগমের ২৫ নং ওয়ার্ডের অধীন আশ্রম চৌমুহনী সহ আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র। এদিন পরিদর্শন কালে মেয়রের সঙ্গে ছিলেন বিজেপি দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, স্থানীয় কর্পোরেটর সহ দলের স্থানীয় নেতৃত্বরা। এই ওয়ার্ডে একটি পুকুর রয়েছে। মূলত ওয়ার্ডের সৌন্দর্য রক্ষার্থে এই পুকুরটি কিভাবে সংস্কার করা যায় তাও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে মেয়র জানান, রাজ্য সরকারের নির্দেশে আগরতলা পুর নিগম আগরতলা শহরকে নতুন ভাবে সাজিয়ে তুলতে কাজ করছে।আগামী দুই বছরের মধ্যে এই শহরকে আরও সুন্দর করে তোলা হবে। এখানে আগে যারা মেয়র বা কাউন্সিলর ছিলেন তারা ওয়ার্ডের উন্নয়নে কোন কাজই করেননি।তাই আগে এই অসমাপ্ত কাজ গুলো শেষ করতে হবে বলে জানান মেয়র।