আগরতলা শহরকে যানজট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। সম্প্রতি কালে পৌর নিগমের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মেয়র দীপক মজুমদার ।আর সেই মোতাবেক শুক্রবার সাত সকালে রাজধানীর ইন্দ্রনগর থেকে আই টি আই রোড পর্যন্ত সরকারি জায়গা দখল করে বাড়িঘর ও দোকানপাটে চলল বুলডোজার । এদিন বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হল সরকারি সম্পত্তির উপর নির্মিত সমস্ত দোকানপাট। নিগমের কাজকর্ম নিয়ে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।এব্যাপারে ক্ষতিগ্রস্থ জনগণের অভিযোগ, নোটিশ দেওয়া হলেও সরকারি জমির উপর নির্মিত দোকানগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় দেওয়া হয়নি। অনেকে তো নোটিশও হাতে পায়নি।এদিন এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।