রাজ্যে বিপন্ন গনতন্ত্র l তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বেকারদের কর্মসংস্থান ,১০৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধান , নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো , রেগা টুয়েপের কাজের শ্রম দিবস ও মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার মিছিল ও সভা করে সিপিআইএম ঢুকলি মহকুমা কমিটি। এদিন ড্রপ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে হাঁপানিয়া চৌমুহনীতে গিয়ে জমায়েত হয় l এরপর সেখানে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী , নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য সহ আরো অনেকে l এদিন সভায় উপস্থিত নেতৃত্বরা শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় l তারা শাসক দলের সমালোচনা য় সরব হয় l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিজেপি করার অপরাধে বাবাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে রান্না ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল পুত্র ও পুত্রবধূর দিকে।
Next post ২০ লক্ষ টাকা ব্যয় করে রামনগর এক নং রোডের তৈরি করা হবে উন্মুক্ত জিম।
%d bloggers like this: