শাসক দলীয় নেত্রীর কোটি টাকার ঘোটালায় চক্ষু চরক গাছ এলাকাবাসীদের । ঘটনা উদয়পুর টাউন সোনামুড়া এলাকায় ।
ঘটনার সূত্রে জানা গিয়েছে , কখনো মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে, আবার কখনো বিজেপি আর কে পুর মন্ডলের সভাপতির নাম ভাঙ্গিয়ে এলাকার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় কলসুম বিবি নামে এক শাসক নেত্রী । এই অভিযোগ তুলে এলাকার মহিলারা । কুলসুম দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপির নাম ভাঙিয়ে এলাকায় তোল্লা আদায় করে চলেছে। শাসক দলীয় নেত্রী সাধারণ মানুষকে সরকারি চাকরি দেবার নাম করে বহু টাকা আত্মসাৎ করে নেয় । আবার কখনো পরিবহন দপ্তর থেকে অটো রিক্সা নামিয়ে দেওয়া হবে তার জন্য তাকে যদি টাকা দেওয়া হয় । তাহলে সে টাকা কম খরচে অটো রিস্কা নামিয়ে দেওয়া হবে। বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে গরিব অংশের মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছে শাসক দলীয় এই নেত্রী । মন্ত্রী থেকে নেতা সকলের নাম ভাঙিয়ে দিনের পর দিন এলাকা থেকে কাট মানি শুরু করে কুলসুম । এলাকার মহিলারা একত্রিত হয়ে এবার প্রতিবাদে সড়ক হয়েছে । দাবি করছে তাদের টাকা যেন ফিরিয়ে দেওয়া হয় । শাসক দলীয় নেত্রী কুলসুম বিবির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি কুলসুম বিবি । জানা গিয়েছে বর্তমানে সে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে । এরপরে লক্ষ লক্ষ টাকা আদৌ পাবে কিনা সাধারণ মানুষ সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে । কিন্তু তাদের কাছ থেকে এত লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কাকে দেওয়া হতো । কেন কুলসুম বিবি নেতাদের নাম ভাঙ্গিয়ে টাকা তুলেছে এলাকা থেকে । এই ধরনের বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা টাউন সোনামুড়া এলাকায় । এখন দেখার ভারতীয় জনতা পার্টি গোটা ঘটনা কি ব্যবস্থা গ্রহণ করে কুলসুম বিবির বিরুদ্ধে