রাজ্যের বিভিন্ন প্রান্তে বাচ্চা চুরির গুজবে জনরুষের শিকার হয়ে আক্রান্ত হচ্ছেন বঃহির রাজ্যের শ্রমিক সহ ভবেগুড়ে পর্যন্ত। যদিও রাজ্যজুড়ে বাচ্চা চুরির ঘটনার যে গুজব ছড়িয়েছে তার সত্যতা নেই বললেই চলে। একটি কুচক্র বাচ্চা চুরির গুজব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ যেমন তৈরি করেছেন তেমনিই বাচ্চা চুরির অভিযোগে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরীহ, সাধারণ এমনকি ভবিগুরেরা পর্যন্ত জন আক্রমণের মুখোমুখি হচ্ছেন। যদিও এই বিষয়গুলো প্রতিনিয়ত ঘটে চললেও রাজ্য প্রশাসন থেকে তেমন কোন উদ্যোগ বা জন সচেতনতা ছড়াতে লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার উদয়পুর রাজারবাগ এলাকায় বাচ্চা চুরির অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে এলাকার মানুষ আটক করে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ।পরে রাধা কিশোরপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই আহত মহিলাকে উদ্ধার করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং এর সত্যতা কি তাও যাচাই করছে বলে জানা যায়। তবে বাচ্চা চুরির গুজবে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এহেনো পরিস্থিতিতে বাচ্চা চুরি ঘটনার যে গুজব ছড়িয়েছে তা রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে উপযুক্ত ব্যবস্থা নিক রাজ্য আরক্ষা প্রশাসন এমনটাই চাইছে অভিজ্ঞ মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post উদ্বেগ বাড়াল করোনার নতুন রূপ! জানুন এর বিরুদ্ধে ভ্যাকসিন কতটা কার্যকর
Next post টাকার বিনিময়ে মেডিক্যাল কলেজে ভর্তি করানো চক্রের হদিশ ! ওড়িশা থেকে আটক অভিযুক্ত
%d bloggers like this: