চলতি বছরে দেশে বর্ষা ঢুকেছে দেরিতে। তার উপর, দেশের বেশ কিছু অংশে প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর জোড়া বিপদের জেরে দেশের বাজারে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে বিভিন্ন শাক-সবজি ও ডালের দাম। কারণ, চাহিদার তুলনায় সরবরাহ নেই। সরবরাহ সবথেকে কম টমেটোর। যার জেরে শিগগিরই টমেটোর ১০০ টাকা প্রতি কেজি বা তার বেশি হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহেই টমেটোর দাম ৮০ টাকা প্রতি কেজি ছাপিয়ে গিয়েছে। প্রসঙ্গত, গত বছরও মুম্বই, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে খুচরো বাজারে টমেটোর দাম ১০০ টাকা প্রতি কেজির বেশি হয়েছিল। এবারও সেই প্রবণতাই দেখা যাচ্ছে। গত রবিবার কোলার পাইকারি এপিএমসি বাজারে ১৫ কেজি ওজনের একেক ক্রেট টমেটোর বিক্রি হয়েছে ১,১০০ টাকায়। শহরের খুচরো বাজারে এই টমেটো পৌঁছলে দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কোলারের এক টমেটো চাষী জানিয়েছেন, বিভিন্ন কারণে গত বছরের তুলনায় এই বছর টমেটোর ফলন অনেক কম হয়েছে। গত বছর শিমের দাম আকাশচুম্বী হয়েছিল। তাই কোলারের অনেক টমেটো চাষীই লাভের আশায় এই বছর শিম চাষ করেছেন। কিন্তু, বৃষ্টির অভাবে সেই ফসলও শুকিয়ে গিয়েছে। তাই স্বাভাবিকের তুলনায় এই বছর কোলারে মাত্র ৩০ শতাংশ টমেটোর ফলেছে l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাতের আঁধারে রাজধানীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা
Next post পুনরায় পরীক্ষার সুযোগ করে দেওয়ার দাবীতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ প্রদর্শন
%d bloggers like this: