শুক্রবার আগরতলা পুর নিগমের ২২ নং ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর বনমালীপুরস্হিত লাল বাহাদুর দীঘির পাড় বৃক্ষ রোপন করা হয়। এদিন সকালে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা, ২২ নং ওয়ার্ড কাউন্সিলার হিমানী দেববর্মা ও ওয়ার্ড সভাপতি সহ অন্যানরা।এদিন বৃক্ষ রোপন কর্মসূচী চলাকালীন সময়ে এক সাক্ষাতকারে ২২ নং ওয়ার্ড কাউন্সিলার বলেন, ৬ই এপ্রিল বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে । এরই অঙ্গ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচী সংগঠিত করা হয়। সপ্তাহ ব্যাপী চলবে নানা কর্মসূচী।