গত দুই মেয়াদে দেখা গিয়েছে, লোকসভা ভোটের পর সংসদের প্রথম অধিবেশন বসার মুহূর্তে আত্মবিশ্বাসে টগবগ করছে বিজেপি। আর বিরোধীরা দৃশ্যত কুণ্ঠিত। ভোটের পর লোকসভার প্রথম অধিবেশনে ট্রেজারি বেঞ্চ থেকে ঘন ঘন টিপ্পনি উড়ে আসাই ছিল দস্তর।
আর এখন পরিবেশ পরিস্থিতি বার বার জানান দিচ্ছে, উলোটপুরাণ অবধারিত। সংসদের মধ্যে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কতটা সুষ্ঠুভাবে বলতে দেবেন তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।
এহেন অবস্খায় সোমবার অধিবেশনের প্রথম দিন সংসদের বাইরেই ১৪ মিনিট ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। যা এক প্রকার বেনজির। স্মরণকালের মধ্যে এমনটা কখনও দেখা যায়নি।
• গত দশ বছরে একটা পরম্পরা তৈরি করেছি। সরকার চালানোর জন্য বহুমত তথা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু দেশ চালানোর জন্য সহমতের প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। সংবিধানের নিয়ম মেনেই চলতে চাই।
• অষ্টাদশ লোকসভা শুরু হতে চলেছে। ভারতের সংস্কৃতির সঙ্গে যাঁরা পরিচিত তাঁরা জানেন ১৮ সংখ্যাটার সাত্ত্বিক মূল্য রয়েছে। গীতার ১৮টি অধ্যায় রয়েছে। কর্ম, কর্তব্য আর করুণার বার্তা তা থেকে পাওয়া যায়। আমাদের পুরাণ আর উপ পুরাণের সংখ্যাও ১৮। ১৮ সংখ্যা যোগ করলে ৯ হয়। আর ৯ সংখ্যাটি পূর্ণতার কথা বলে। আমাদের দেশে ১৮ বছর বয়সে ভোটাধিকার দেওয়া হয়।
• আজ ২৪ জুন। কাল ২৫ জুন। যাঁরা ভারতের সংবিধানের উপর আস্খা রাখেন, যাঁদের গণতান্ত্রিক পরম্পরা নিয়ে নিষ্ঠা রয়েছে, তাঁরা ২৫ জুন দিনটা কখনও ভুলতে পারবেন না। ওই দিনটা ভারতের গণতন্ত্রের উপর একটা কালো দাগের মতো। ওই দিন ভারতের সংবিধানকে অমান্য করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। দেশকে জেল খানা বানিয়ে দেওয়া হয়েছিল।
• দেশের মানুষ আমাদের আবার দায়িত্ব দিয়েছে। এই জয় খুবই মহতী জয়। এই তৃতীয় মেয়াদে আমরা আগের তুলনায় তিন গুণ পরিশ্রম করব। তার পরিণামও তিন গুণ হবে।
• মানুষ সংসদে নখড়া চায় না, নাটক চায় না। মানুষ স্লোগান চায় না। দেশ দায়িত্বশীল বিরোধী দেখতে চায়। বিরোধীদের ভূমিকা নিয়ে যে নিরাশা তৈরি হয়েছিল তা এবার থাকবে না বলেই আশা করি।
#WATCH | First session of 18th Lok Sabha | Prime Minister Narendra Modi says, "In the last 10 years, we have always tried to implement a tradition because we believe that a majority is required to run the government but to run the country a consensus is of utmost importance. So,… pic.twitter.com/cz8B9k1C3T
— ANI (@ANI) June 24, 2024