প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা ৫ মিনিটে কলকাতার বাড়িতেই জীবনাবসান হয়েছে সঙ্গীতশিল্পীর। বয়স হয়েছিল ৮১ বছর। চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নির্মলা মিশ্রের। এমনটাই জানিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর চিকিত্‍সক কৌশিক চক্রবর্তী।
রাতে সাদার্ন এভিনিউয়ের একটি নার্সিংহোমে রাখা থাকবে সঙ্গীতশিল্পীর মরদেহ। পরিবার সূত্রে খবর, তিনি বাড়িতেই ছিলেন। গত তিন চারদিন ধরে অসুস্থ ছিলেন সঙ্গীতশিল্পী। এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েকমাস ধরে তিনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। তাই বাড়িতে থেকেই চলছিল চিকিত্‍সা। আজ রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মৃত্যু হয় তাঁর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কাল আয়কর রিটার্ন ফাইল জমা দেওয়ার শেষ দিন, আজকেই জমা পড়ল ৩৫ লক্ষ ৬৭ হাজার ২৬৩
Next post অসংখ্য গ্রাহকেরা বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ-এর বিল পরিশোধ করছে না
%d bloggers like this: