রাজ্যসরকার চাইছে কৃষকদের আয় দ্বীগুন করতে। রাজ্যসরাকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজকরেযাচ্ছে ঋষ্যমুখ কৃষিদপ্তর। ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্বাবধায়কের সহযোগীতায় দক্ষিন সোনাইছড়ী এলাকার গোপাল শীল নামে এক কৃষক আপেল কূল ও কাশ্মীরি কুল চাষ করে সফলতা অর্জনকরে। এইকথা জানারপর বুধবার সফল কৃষককের কূলগাছ পরিদর্শনে যান ঋষ্যমুখ কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিতকুমার দাস। তিনি কৃষকের কৃষিজ জমি ও কূলগাছ পরিদর্শনকরেন। কূলচাষে লোকজনদের আগ্রহ বারাতে ও কূলচাষীকে আগামীদিনে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদানকরেন সুজিতকুমার দাস। তিনি জানান কৃষক গোপাল শীল এই কূলচাষকরে সেগুলি বাজারজাত করে গতবছর প্রায় ১ লক্ষ টাকা উপার্জনকরেছে। কৃষকের এই উপার্জন এইবছর দ্বীগুনহয়েছে। কৃষক গোপাল শীল এইবছর কূল বাজারজাত করে প্রায় ২ থেকে আরাই লক্ষ টাকা উপার্জন করেছে বলে জানান। গোপাল শীল জানান তিনি কৃষিদপ্তরের সহযোগীতায় ২০০ টি কূল গাছের চারা লাগিয়েছে। বর্তমানসময়ে তিনি কূলচাষকরে সফলতা অর্জন করেছে। কূল চাষের পাশাপাশি তিনি অন্যান্য সব্জী চাষকরে বলেজানান। কৃষি দপ্তরথেকে সহযোগীতা পেয়ে ও আজকের দিনে কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিতকুমার দাসকে কাছেপেয়ে খোবই আনন্দিত কৃষক গোপাল শীল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দক্ষিণ জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।
Next post চাপে পড়ে অভিযুক্তকে জালে তুলল কৈলাশহর থানার পুলিশ
%d bloggers like this: