সোমবার রাজধানীর মেলারমাঠস্হিত সিপিআইএম কার্যালয়ে সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ করাত ও দলের রাজ্য নেতৃত্ব মানিক সরকারের উপস্থিতিতে একদিনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে দলের রাজ্য স্তরের নেতা-নেএীরাও উপস্থিত ছিলেন।এদিন এবিষয়ে এক সাক্ষাৎকারে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এটা দলের প্রথম বৈঠক নয়। এটা তৃতীয় বৈঠক। প্রতি মাসেই দলের তরফে বৈঠক করা হয় দলের সাংগঠনিক ও নানা বিষয়ের উপর পর্যালোচনা নিয়ে। এদিন আয়োজিত বৈঠকের উদ্দেশ্য ছিল মূলত সাংগঠনিক দিক দিয়ে দলকে আরো কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে। এমনটাই জানান দলের রাজ্য সম্পাদক।