সরব প্রচারের শেষ দিনে বাম কংগ্রেস মনোনীত প্রার্থী দীপঙ্কর সেনকে বিপুল ভোটে জয়ী করার আহবানে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে এক সাড়া জাগানো মিছিল সংঘটিত হয়। বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে ৫৩টি বুথ । প্রতিটি বুথ এলাকায় সরব প্রচারের শেষ‌ মিছিল সংগঠিত হয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। বিলোনিয়াতেও শহরাঞ্চল ভিত্তিক শেষ মিছিল হয় কর্মী সমর্থকদের নিয়ে । রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়ন কর্মসংস্থান রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানের মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সিপিএম বিলোনিয়া বিভাগীয় পার্টি অফিস থেকে সংগঠিত হয় সরব প্রচারের শেষ মিছিল । মিছিলটি ১ নং টিলা সিনেমা হল বিদ্যাপীঠ কর্নার হয়ে আর্যকলোনি হয়ে কালিনগর মোটর স্ট্যান্ডে এসে শেষ হয় । এই দিনের শেষ মিছিলে বাম কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে । মিছিলে পা মেলান কংগ্রেস নেতা ভোলানাথ ধর, তমাল ধর, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী দীপংকর সেন সহ অন্যান্য নেতৃত্বরা । কালিনগর মোটর স্ট্যান্ডে মিছিল শেষ হওয়ার পর হয় সভা । সভাতে আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চুরি করতে এসে ধৃত চোর
Next post BIG BREAKING ধর্মনগরে আক্রান্ত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোষ্বামি।
%d bloggers like this: