সুবল ভৌমিক এবার যোগ দিতে পারেন বি জে পি দলে! বুধবার সাত সকালেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একটি নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে সুবল ভৌমিক কে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল হঠাৎ কেন সুবল ভৌমিক কে নিয়ে এত কড়া মনোভাব দেখালো তৃণমূল নেতৃত্ব? আজ থেকে এক মাস আগেও যেই সুবল ভৌমিকেই ভরসা ছিল তৃণমূলের পশ্চিমবঙ্গের নেতাদের বুধবার সেই নেতাকেই দলের সভাপতির পদ থেকে অপসারিত করা হয়।
আগাম কোন আভাস পেয়েই কি তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে? তৃণমূল নেতৃত্ব কি বুঝতে পেরে গেছে যে অচিরেই সুবল ভৌমিক অন্য রাজনৈতিক দলে পা রাখতে যাচ্ছে? তাই সুবল ভৌমিক তৃণমূল ছেড়েছে তা বলার যেন কোন অবকাশ না থেকে তাই আগে ভাগেই তাকে দলের দলের গুরুত্ব পুর্ন পদ থেকেই অপসারিত করে দেওয়া হয়েছে।
যদিও এটাও বলা বাহুল্য সুবল ভৌমিক কে এই পদ থেকে সরানোর পর পরবর্তী চেহারা খুঁজে পাওয়া তৃনমুলের জন্য অনেকটাই কষ্ট সাধ্য ব্যাপার। হেভিওয়েট কোন চেহারা-ই এখন আর তৃণমূলে নেই। সুবলের সাথে সাথে অঘোষিত ভাবে একপ্রকার তৃণমূলের রাজ্য কমিটিও ভেঙ্গে ছত্রখান। মুখে না বলতে চাইলেও আগামী ২৩’র নির্বাচনের আগে তৃণমূলের এই সিদ্ধান্ত অনেকটাই ভুল বলে দাবী রাজনৈতিক মহলের। যদিও একাংশ মহলের দাবী তৃণমূল রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে আসেনি। এসেছে ৬ শতাংশ ভোটের জন্য।