রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে ততই যেন তেজী হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার। যদিও এখনো পর্যন্ত একমাত্র বামেরা বাদ দিয়ে আর কোন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এরপরেও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন। এক্ষেত্রে যেন পিছিয়ে নেই আগরতলা বাধারঘাট বিধানসভা কেন্দ্রও। এই কেন্দ্র থেকে এবারও শাসক দল বিজেপির হয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বর্তমান বিধায়িকা মিমি মজুমদার। দলের তরফে এই বার্তা পেয়ে শুক্রবার সকালে সম্ভাব্য প্রার্থীকে নিয়ে এলাকায় সুবিশাল বাইক মিছিল সংঘটিত করল বিজেপি বাধারঘাট মন্ডল। মিছিল ক্যাম্পের বাজার সর্বধর্ম মিশন থেকে বের হয়ে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন বিধায়িকা মিমি মজুমদার ও পশ্চিমবঙ্গের আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।