সোমবার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মশার সমস্যা সমাধান, ম্যালেরিয়া ও ডেঙ্গু বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় পৌর নিগমের কনফারেন্স হলে।
আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের সকল কর্পোরেটর সহ বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা l এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস,
ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সহ ক্লাব ও সামাজিক সংস্থার প্রতিনিধীরা l এক সাক্ষাৎকারে মেয়র বলেন, মশার যন্ত্রণায় নাজেহাল রাজধানী বাসি l তাই মশার যন্ত্রণা দূর করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে l