কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেয় ভোটাররা। উৎসবের মেজাজে চলে ভোট গ্রহন। মেঘালয় এবং নাগাল্যান্ড দুটি রাজ্যেই ৫৯ টি করে আসনে ভোট হয় এদিন । যদিও নাগাল্যান্ডে ৬০টি বিধানসভা আসন রয়েছে। কিন্তু বিজেপি প্রার্থী কাজেতো কিনিমি আকুলুতো বিধানসভা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার সোহিয়ং বিধানসভা আসনে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এইচ ডনকপুর রায় লিংডোহ গত ২০শে ফেব্রুয়ারি মারা যাওয়ার কারণে ভোট হচ্ছে না। মেঘালয়ে ৩ হাজার ৪১৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুটি রাজ্যই মোট ৫৫০ জনেরও বেশি প্রার্থী তাঁদের ভাগ্য নির্ধারিত হবে এদিন । মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যুর পর সোহনাগ বিধানসভা আসনে আর কোনও ভোট হবে না। অন্যদিকে মেঘালয়ে বেশ কয়েকজনের বিধায়কের দলবদলের পর সেই রাজ্যে বিরোধী দলের মর্যদা পেয়েছিল তৃণমূল। ভোটের আগে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং বিজেপির মূল লড়াই হচ্ছে নাগা পিপলস ফ্রন্টের সঙ্গে। আগামী ২রা মার্চ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে। এখন সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিপ্লবী চন্দ্রশেখর আজাদের মৃত্যু বার্ষিকী পালন করল অল ইন্ডিয়া ডি এস ও।
Next post স্ত্রী ও দুই সন্তানকে ফেলে রেখে বিবাহিত এক মহিলাকে নিয়ে পালিয়ে গেল এক ব্যক্তি
%d bloggers like this: