জিমন্যাস্টিকের সিনিয়র কোচদের মধ্যেও অনেক ভুল ত্রুটি রয়েছে। সেগুলি এখনই না শোধরালে খুদে জিমনাস্টিকরা আর বেশিদূর এগোতে পারবে না | সিনিয়র কোচদের আরেকটু দায়িত্ব সহকারে খুদে জিমন্যাস্টিক দের গড়ে তোলার আহবান জানিয়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার | সোমবার স্টেট লেভেল স্কুল স্পোর্টস কম্পিটিশনে জিমন্যাস্টিক অনূর্ধ্ব 14,17,19 বয়সের পুরুষ এবং মহিলা জিমন্যাস্টিক এর উদ্বোধন করেছে বিধায়িকা অন্তরা দেব সরকার | এন আর সিসিতে আয়োজিত কম্পিটিশনে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চিকিৎসক সঙ্কটে লাটে উঠেছে স্বাস্থ্য পরিষেবা
Next post পাকিস্তানের প্রধান বিচারপতির প্রস্তাব পেশ হয় ন্যাশনাল অ্যাসেম্বলিতে।
%d bloggers like this: