বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ লংতরাইভ্যালী থানার অন্তর্গত লালছড়ার দিনমোহন পাড়ার সমর সিং চাকমা নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সহ তিনজনকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। সমর সিং চাকমা তার স্ত্রী’র হাতে কোপ বসালে শ্বশুর এবং শাশুড়ি এগিয়ে আসেন। তারা মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে তাদের উপরও দা দিয়ে হামলা চালায় সমর সিং চাকমা। দা দিয়ে কুপিয়ে তাদের তিনজনের হাত কেটে দেয় দেয়। পরবর্তী সময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী উদ্ধার করে তাদের নিয়ে আসে লংতরাইভ্যালী মহকুমা হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে ধলাইজেলা হাসপাতালে স্থানান্তর করেন।