স্বর্ণালংকার ও টাকা নিয়ে স্বামীকে রেখে বাড়ি থেকে চম্পট দিলেন পশ্চিম প্রতাপগড়ের তপন মজুমদারের স্ত্রী পাপিয়া মজুমদার গত ২৬ জুন স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানান স্বামী তপন মজুমদার।। এই বিষয়ে আগরতলার পশ্চিম মহিলা থানায় জিডি এন্ট্রি দাখিল করেন তপন মজুমদার।। কিন্তু পশ্চিম মহিলা থানার পুলিশ এখনো পর্যন্ত পাপিয়া মজুমদারের সন্ধানে কোন রহস্য বের করতে পারেননি।। শেষ পর্যন্ত পুলিশের উপর আস্থা হারিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন তপন মজুমদার।।