সম্প্রতি তেলিয়ামুড়ার ঝর্না ঘোষ দেব নামে এক গৃহবধু কে কিডনির সমস্যা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে মৃতার স্বামী অভিযোগ করে বলেন, তার স্ত্রীর রক্তের খুব প্রয়োজন ছিল। বহু কষ্টে আগের দিন এক বোতল রক্তের ব্যবস্থা করেন। কিন্তু সেই রক্ত গৃহবধূকে দেওয়া হয়নি বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উনার স্ত্রী। পরে তিনি নার্স এবং চিকিৎসককে বহুবার আবেদন জানান একটু দেখার জন্য। তখন জুনিয়র চিকিৎসক আসলেও সিনিয়র চিকিৎসকের দেখা মেলেনি হাসপাতালে। রোগীর পরিজনদের অভিযোগ চিকিৎসা পরিষেবা না পেয়েই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই জিবি হাসপাতাল চত্বরে উত্তেজনা কর পরিস্থিতির সৃষ্টি হয় lস্বাস্থ কর্মীদের গাফিলতির কারণেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ l