রবিবার সকালে রাজধানীর জয়নগরস্থিত যুব সমাজ ক্লাবে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও স্থানীয় কাউন্সিলার সহ আরও অনেকে। এদিন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের অধীন যুব সমাজ ক্লাবের পুকুরটিকে পুনর্জীবন ওসুন্দরায়নের লক্ষ্যে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলে এদের রক্তদা নে উৎসাহিত করেন। শিবিরে পুনরায় রক্তদান নামক মহৎ দানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে l