বিলোনিয়া বরোজ কলোনী এলাকায় ২০২২ সালে বিশ্বকর্মা পুজোর পরের রাতে চাঞ্চল্যকরভাবে নিখোঁজ হয়েছিলেন বয়স্কা সবিতা দেবনাথ। ৬ দিন পর বিলোনিয়া ৮০ ফুট রাস্তা সংলগ্ন সিএমও অফিসের সামনে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে জঙ্গল থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছিল সবিতা দেবনাথের। সে ঘটনায় পুলিশ প্রতিবেশী চম্পা দাস এবং শ্রীকৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করেছিল। শ্রীকৃষ্ণ দেবনাথ আবার স্থানীয় মাতব্বর। অভিযুক্তরা কয়েক মাস আগে জামিনে ছাড়া পায়। বর্তমানে সে মামলায় শুরু হয়েছে নতুন করে চাপের খেলা। অভিযুক্তরা মৃতা সবিতা দেবনাথের পরিবারের সদস্যদের বারবার চাপ দিচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। এমনই অভিযোগ সবিতা দেবনাথের পরিবারের সদস্যদের।