আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলা কংগ্রেসের ডাকে কৈলাশহরের রাজপথে এক ঐতিহাসিক মিছিল সংগঠিত করল দল।এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান সহ ব্লক ও জেলাসরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।কৈলাশহরের এই ঐতিহাসিক রেলি থেকে রাজ্যে কংগ্রেস নিজেদের শক্তির জানান দিল। এই মিছিলটি কৈলাশহর টিলাবাজার এলাকা থেকে শুরু হয় কৈলাশহর পুরো পরিষদের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাশহর পাইতুর বাজার নতুন মোটরস্ট্যান্ড এলাকায় সমাপ্ত হয়।
মিছিলের আকর্ষণ হিসেবে ছিল ৭টি হাতি।এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আগামী 30 শে জানুয়ারি নমিনেশন দাখিল করবেন। তিনি কটাক্ষ করেই বলেন উনার কান্ডজ্ঞান আছে উনি প্রদেশ কংগ্রেস সভাপতি । দলের ঘোষণা ছাড়া তিনি নমিনেশন দাখিল করবেন না।এদিন কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক অংশ নেয় এই মিছিলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কংগ্রেস দলেরও প্রার্থী তালিকা ঘোষণা।
Next post পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের প্রয়াত রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা।
%d bloggers like this: