নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন তেজী হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। নির্বাচনে জয়ী হতে এখন মরিয়া সবকটি দল। আর সেই লক্ষ্যই চলছে এখন জোরদার প্রচার। তবে এবারের নির্বাচনে শাসকদের বিরুদ্ধে কংগ্রেস ও বামেরা ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। উভয় দল আনুষ্ঠানিকভাবে মহাজোট গঠন করলেও এখনো পর্যন্ত ঐক্যবদ্ধভাবে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। এরপরেও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ বিধানসভা কেন্দ্রে কর্মীদের সাথে নিয়ে প্রচারে নেমে পড়েছেন। মঙ্গলবার সাত সকালে ফের আরো একবার এমনটা দেখা গেল রাজ্যের হেভিওয়েট বিধানসভা কেন্দ্র বলে পরিচিত ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মহাজোটের হয়ে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। যিনি এর আগেও এই কেন্দ্র থেকে বেশ কয়েকবার নির্বাচিত। তাই হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে কোমর বেঁধে যেন এখন ময়দানে নেমে পড়েছেন আশীষবাবু। মঙ্গলবার সকালে নিজের বিধানসভা কেন্দ্রের শান্তিপাড়া এলাকায় ভোট প্রচার সারলেন তিনি। প্রচারে বের হয়ে ভোটারদের সামনে রাজ্য সরকারের ব্যর্থতার তথ্য তুলে ধরে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।